সর্বশেষ :
প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র পাঁচ দিনেই ৩০৬ কোটির ঘরে ‘ধুরন্ধর’ নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার শ্রাবন্তী বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না: তথ্য উপদেষ্টা শাকিবের সিনেমা নিয়ে অভিযোগ করলেন অপু বিশ্বাস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মোরেলগঞ্জে হরিসভা মন্দিরে  বিশেষ প্রার্থনা   বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জালটাকাসহ আটক যুবককে ছেড়ে দিলো পুলিশ, জব্দ করা হলো টাকা

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক হাজার টাকার সমমানের একটি জাল নোটসহ নয়ন হোসেন হাওলাদার নামে এক যুবককে আটক করে পুলিয়ে সোপর্দ করার কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশি। সোমবার(৮ ডিসেম্বর) বেলা ২ টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের তরকারিপট্টিতে ওই যুবক আব্দু রহমানের দোকান থেকে ৭০ টাকার তরকারি কিনে এক হাজার টাকার নোট দিয়ে বিষয়টি সন্দে করে ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

ঘটনা সম্পর্কে ভূক্তভোগী তরকারি ব্যাসায়ী আব্দুর রহমান বলেন, ওই যুবক আজ ৭০ টাকার তরকারি কিনে এক হাজার টাকার নোট দেয়। তখন আমার সন্দেহ হয়। এ ঘটনার প্রায় ৩ মাস পূর্বেও ওই একই ব্যাক্তি(নয়ন হাওলাদার) এক হাজার টাকার নোট দিয়ে ৫০ টাকার তরকারি কিনেছিলেন। সেই নোটটিও জাল ছিলো। নিরুপায় হয়ে সেই নোটটি আমি পুড়িয়ে ফেলেছি। আজও একই ব্যাক্তি একই কৌশলে জাল টাকা চালানোর চেষ্টা করেছে।

আব্দুর রহমান আরও বলেন, নোটটি দেখে সন্দেহ হলে তিনি তার পাশ^বর্তী মুদিব্যবসায়ী খোকন ও সার-কিটনাশক ব্যবসায়ী হেমায়েত হোসেন হিমুকে দেখালে তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। এর পরেই স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে থানার ওসি রাজীব আল রশিদ বলেন, জালটাকাসহ একজনকে আটক করে পুলিশে খবর দেওয়ার ঘটনা সঠিক। তবে ওই টাকাটি যুবক নয়ন যে দোকানির নিকট থেকে নিয়েছে বলে দাবি করেছে সে দোকানীর কাছে আর কোন জাল নোট পাওয়া যায়নি। তাই নয়নকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, তার কাছে পাওয়া এক হাজার টাকার সমমানের জাল নোটটি জব্দ করা হয়েছে। তদন্তে ওই যুবকের সংশ্লিষ্টতা পেলে মামলা নেওয়ো হবে।


এই বিভাগের আরো খবর