সর্বশেষ :
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্পেশাল শিক্ষা চালুর পরিকল্পনা আছে: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মোরেলগঞ্জে বিএনপির দোয়া অনুষ্ঠিত সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪ ফ্যাক্ট-চেকারদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৯০০ গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত সেনাবাহিনীতে ৫৬০০ নতুন সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলা বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ বদলি নেমে দুর্দান্ত হ্যাটট্রিক হ্যারি কেইনের
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদেশ থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনেকেই নিবন্ধন করেছেন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়, এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ ও ২০ হাজার ১২১ জন নারী রয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত এ তথ্য জানা গেছে।

কোন দেশ থেকে কতজন?

সৌদি আরবে ৫১ হাজার ৬৪৯ জন, যুক্তরাষ্ট্র ১৯ হাজার ৫৯৯ জন, কাতার ১৩ হাজার ৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫০০ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১৬২ জন, সিঙ্গাপুর ১২ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্য ১১ হাজার ১৯৮ জন, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৫১১ জন, কানাডা ৯ হাজার ২৮০ জন অস্ট্রেলিয়া ৭ হাজার ৯২৪ জন এবং ইতালিতি ৭ হাজার ৬০৮ জন নিবন্ধন করেছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন।’

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর