শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশ পুনর্গঠনে ‘৩০ কোটি’ রুপি দিল শ্রীলঙ্কা ক্রিকেট

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সাইক্লোন দিতওয়া’র তাণ্ডবে বিপর্যস্ত দেশকে পুনর্গঠনে সহায়তা করতে সরকার ঘোষিত ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ তহবিলে ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসএলসি সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটির নির্দেশনায় নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে বোর্ড জানায়, জাতীয়ভাবে মূল্যবান একটি খেলাধুলার অভিভাবক সংস্থা হিসেবে দেশের প্রতি তাদের দায়িত্ব ও অঙ্গীকারেরই প্রতিফলন এটি। এক বিবৃতিতে এসএলসি জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং বিধ্বস্ত অঞ্চলে জরুরি জনসেবামূলক কাঠামো পুনরুদ্ধারে সরকারের উদ্যোগকে সহায়তা করতেই তাদের এই অবদান। এছাড়া যে কোনো দুর্যোগ, পুনর্গঠন বা জাতীয় প্রয়োজনে দেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও আবারও পুনর্ব্যক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের ভাষ্য- শ্রীলঙ্কার পুনর্জাগরণ ও উন্নয়ন অভিযাত্রায় তারা সব সময় প্রস্তুত।


এই বিভাগের আরো খবর