বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটের খানজান আলী মাজার মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে খানজান আলী মাজার মাঠে এ কারআন খতম ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ ইচ
সেলিমের এ আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল মাদরাসা শিক্ষার্থী, নেতাকর্মী
ও বাগেরহাটের সর্ব সাধারনদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ ইচ
সেলিম।
এসময় দোয়া মাহফিল বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল
ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক সংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্টের
সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টুটুলসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিলের পূর্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পযন্ত মাদ্রাসার শিক্ষার্থীরা
কোরআন খতম করে। দোয়া মাহফিলে উপস্থিত প্রায় ১০হাজার অংশগ্রহন কারিদের
মাঝে খাবার বিতরণ করা হয়।