বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নায়িকা শাহনূর ভাই হত্যার বিচার চান

প্রতিনিধি: / ৪২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার নায়িকা শাহনূর। ২০২২ সালে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে খুন হয়েছিলেন এ জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূরের খালাতো ভাই। তখন থেকেই ভাই হত্যার বিচারের দাবিতে সরব ছিলেন অভিনেত্রী। গত রোববার সামাজিক মাধ্যমে ফের ভাই হত্যার বিচারের দাবি জানিয়ে পোস্ট করলেন শাহনুর। অভিনেত্রীর অভিযোগ, তাঁর ভাইয়ের খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শাহনূর নিজের পোস্টে লিখেছেন, ‘আমার আপন খালাতো ভাই আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউ সহযোগিতা করতে পারেননি। আসামিরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরেই আছে। এটা আমাদের সমাজের এবং জাতির কাছে লজ্জাজনক ব্যাপার। ২০২২ সালে শাহনূরের খালাতো ভাই আলিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সেসময় বিচারের দাবিতে শাহনূর একাধিক পোস্ট করেন। বর্তমানে শাহনূর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মিশা-ডিপজলের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন তিনি। ইতোমধ্যে ঘোষণাও দিয়েছেন এই প্রসঙ্গে।


এই বিভাগের আরো খবর