সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে দেশী মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ লিটার দেশী তৈরী চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার সুমন পোদ্দার (৩০) চিতলমারীর খড়মখালীর শ্যামা পোদ্দারের ছেলে। তাকে সোমবার (১লা ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, রবিবার (৩০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন পোদ্দারকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রামে ভর্তি ৩০ লিটার দেশীয় তৈরী মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর এক মাদককারবারি পালিয়ে গেছে।

এ ঘটনায় সোমবার (১ লা ডিসেম্বর) সকালে দুইজনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তার অভিযান চলছে।


এই বিভাগের আরো খবর