সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উন্মোচিত হলো ট্রফি আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে জমে উঠেছে চট্টগ্রাম। টেস্ট সিরিজের সমাপ্তির পরই এবার সীমিত ওভারের ক্রিকেটে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ড দল তাদের বাংলাদেশ সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। তারই আনুষ্ঠানিকতা হিসেবে গতকাল বুধবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউতে দুটি দলের অধিনায়কদের উপস্থিতিতে উন্মোচন করা হয় সিরিজের আকাঙ্ক্ষিত ট্রফি। দুই দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। বিশেষ করে আয়ারল্যান্ডের জন্য, যারা টেস্টে হারের পর এবার নতুন ফরম্যাটে জয়ের ধারা শুরু করতে মরিয়া। টেস্ট সিরিজে আধিপত্য দেখানোর পর, বাংলাদেশ চাইবে টি-২০তে সেই ধারাবাহিকতা বজায় রাখতে। শান্ত, লিটন দাস এবং তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর দল অনেকটাই নির্ভরশীল। সিরিজ সমনে রেখে টাইগার অধিনায়ক লিটন বলেন, “আমি আমি চাই যে আমাদের ক্রিকেটাররা কঠিন পরিস্থিতিতে পড়ুক। গত সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়ার পর যে জিনিসটা হয়েছে, সিরিজটা আমরা জিততে পারিনি। এবার চেষ্টা করব যেন ওখান থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।” তিনি আরও বলেন, “আমাদের যে দল আছে, আমাদের যে সামর্থ্য আছে, আমরা যদি আমাদের দিনে শতভাগ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই দাপুটে জয় পাওয়া সম্ভব। পাশাপাশি, আমাদেরকে ক্রিকেটে প্রত্যেক দলকে শ্রদ্ধা করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে, তাদেরই পক্ষে খেলা যাবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেটটা খেলার।” বাংলাদেশের বড় দুর্ভাবনার জায়গা দুটি। ফিল্ডিংয়ে ক্যাচ পড়ছে নিয়মিতই। ক্যাচিংয়ে মাঝেমধ্যেই আসে খুব বাজে দিন। ব্যাটিংয়ে মিডল অর্ডার ধারাবাহিকতা দেখাতে পারছে না অনেক দিন ধরেই। লিটন যদিও দুর্ভাবনার কিছু দেখছেন না, তবে বিশ্বকাপের আগে এই জায়গাগুলোতে উন্নতির তাড়না ফুটে উঠল তার কণ্ঠে। তিনি বলেন, “আমার মনে হয় তিন বিভাগেই আমাদের উন্নতির জায়গা আছে। উন্নতির শেষ নেই। বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি, আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে। আমি খুব একটা চিন্তিত নই মিডল অর্ডার নিয়ে। অবশ্যই গত দুই-একটা সিরিজে আমরা আশানুরূপ পারফরম্যান্স করতে পারিনি মিডল অর্ডারে। বাট তারা সবাই প্রমাণিত। কিছু কিছু সিরিজ যায় দুই-একটা ক্রিকেটারের খারাপ যায়। তারা আবার ঘুরে দাঁড়াবে এবং আমি আশা করি, তারা এই সিরিজেই ঘুরে দাঁড়াবে।” আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।


এই বিভাগের আরো খবর