পরে বিকেল ৪টায় শরণখোলার কদমতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি’র আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ফুলমিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, শ্রমীক দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত ২৫ বছর ধরে মোরেলগঞ্জ-শরণখোলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। এখনও কর্মীদের সাথে রয়েছি। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।#