মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে জার্মান রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন শেখ হাসিনার মৃত্যদণ্ডের বিপক্ষে জানিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রেও তাদের অবস্থান একই। 

জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আলোচনায় বুধবার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জার্মান রাষ্ট্রদূত।

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে রুডিগার লোটজ বলেন, “জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়ার চলমান থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারাবদ্ধ। যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার।”

নির্বাচন নিয়ে রুডিগার লোটজ বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে পদক্ষেপের ওপর আস্থা রাখছে জার্মানি। ২০২৬ সালের সবচেয়ে বড় ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশা করছে জার্মানি।”

রোহিঙ্গা ইস্যুতে জার্মানি বাংলাদেশের পাশে আছে বলেও আশ্বাস দেন এ রাষ্ট্রদূত।

এসময় স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, “স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা। যা ভিসা দেয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদনের আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।”


এই বিভাগের আরো খবর