সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃনাজমুল,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইসলামিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়ি পাল্লায় ভোট চাই”এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী (বাগেরহাট–৪) অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সৎ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর ও আসন পরিচালক মাওলানা শাহাদাৎ হোসাইন। তিনি বলেন, “দারিদ্র্যমুক্ত সমাজ, সৎ নেতৃত্ব এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর,মাস্টার মনিরুজ্জামান,পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার,উপজেলা সাংগঠনিক সম্পাদক,মুহিব্বুল্লাহ রফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন,আব্দুল মান্নান খান,উপজেলা যুব বিভাগ
সভাপতি,শফিউল আযম।এছাড়াও আরও  উপস্থিত ছিলেন পুটিখালী ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আকরাম হোসেন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা নজির আহম্মেদ। পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুজ্জামান মিজান ও অধ্যাপক আ. মান্নান খান।
বক্তারা ইসলামি মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়নিষ্ঠ, সৎ ও যোগ্য নেতৃত্বকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর