মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, মেট্রোরেলে চালু ডিজিটাল রিচার্জ

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর মেট্রোরেলে ভ্রমণ আরও সহজ করতে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা। র‌্যাপিড পাস এবং এমআরটি পাসে এখন আর স্টেশনে লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই যেকোনো সময় রিচার্জ করা যাবে। মঙ্গলবার ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সকল অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে। ব্যবহারকারীকে প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। অনলাইনে রিচার্জ সফল হলেও তা সম্পন্ন দেখতে হলে স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে কার্ড স্পর্শ করাতে হবে। এ ধাপ সম্পন্ন করলেই ব্যালেন্স ব্যবহারযোগ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা কমাতেই এ উদ্যোগ। তার ভাষায়, অনলাইন রিচার্জ ভোগান্তি কমিয়ে যাত্রীদের আরও স্বচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করবে। তিনি জানান, ১৬টি স্টেশনে ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে এবং অনেকে ঘরে বসেই রিচার্জ করার পর স্টেশনে এসে ট্যাপ করে নিতে পারবেন।

ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম বলেন, নতুন মেশিনগুলোর সংখ্যা এখনো পর্যাপ্ত নয়, তবে ধীরে ধীরে তা বাড়ানোর উদ্যোগ চলছে। পাশাপাশি স্টেশন কর্মকর্তাদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ডিটিসিএ জানায়, প্রতিবার সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। রিচার্জ পেন্ডিং থাকা অবস্থায় গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে বাতিল করতে পারবেন, এ ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটবে। নির্ধারিত সময়ে কার্ড এভিএমে ট্যাপ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। কার্ড ব্ল্যাকলিস্টেড হলে কোনোভাবেই রিচার্জ গ্রহণ করা হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। তারা জানান, অনলাইন রিচার্জ চালুর মাধ্যমে গণপরিবহন আরও আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেবায় রূপ নিচ্ছে।


এই বিভাগের আরো খবর