সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়ানসেন ঝড়ে কুপোকাত ভারত

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইডেন গার্ডেন্সে ৩০ রানে পরাজিত হওয়ার পর ভারতের লক্ষ্য ছিল গুয়াহাটিতে ঘুরে দাঁড়ানো। কিন্তু সেখানকার ব্যাটিং উইকেটে মাত্র ২০১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা মার্কো ইয়ানসেনের বোলিং তোপে। ফলে ২৮৮ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষ সেশনে ৪৮৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৬.১ ওভার ব্যাটিং করে ৯ রান নেয় ভারত কোনো উইকেট না হারিয়ে। ৪৮০ রান পিছিয়ে থেকে দিন শেষ করে স্বাগতিকরা। ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জশস্বি জয়সওয়াল ও লোকেশ রাহুল। সেটি ভাঙেন কেশব মহারাজ। ২২ রান করে বিদায় নেন তিনি। ৫৮ রান করে বিদায় নেন জয়সওয়াল। দলীয় ৯৫ রানে কাটা পড়েন তিনি হার্মারের বলে। দলের বোর্ডে ১ রান যোগ হতেই হার্মার ফিরিয়ে দেন সাই সুদর্শনকেও। পতন হয় তৃতীয় উইকেটের। জয়সওয়ালের আউট থেকেই মূলত শুরু হয় ভারতের ব্যাটিং ধস। ২৭ রানের ভেতর হারায় ৬ উইকেট। ৯৫ রানে ২ উইকেট থকে ৭ উইকেট হারায় ১২২ রানে। এই ৪ উইকেটের ৩টি নেন মার্কো ইয়ানসেন। ধ্রুব জুরেল (০), রিশাভ পান্ত (৭) ও নিতিশ কুমার রেড্ডি (১০), রবীন্দ্র জাদেজা (৬) দ্রুত সাজঘরে ফিরলে ১২২ রানে পতন হয় ৭ উইকেটের। ৪ ব্যাটারকেই শিকার করেন জানসেন। এরপর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব গড়েন ৭২ রানের জুটি। অনেক ধৈর্য্যরে পরিচয় দেন দুজনই। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতেই ৪৮ রানে আউট হন সুন্দর হার্মারের বলে দলীয় ১৯৪ রানে। ১৯৪ রানে ৮ উইকেট হারানো ভারতের বাকি দুই উইকেট তুলে নিয়ে ফাইফারসহ ৬ উইকেট পান পেসার ইয়ানসেন। ১৯ রানে থাকা কুলদিপ ও ৫ রানে থাকা বুমরাহকে শিকার করেন তিনি। ২০১ রানে অলআউট হয় ভারত। ফলে ২৮৮ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। সফরকারীদের ইয়ানসেন সর্বোচ্চ ৬ উইকেট পেয়েছেন। সিমন হার্মার ৩টি ও ১ উইকেট পান কেশব মহারাজ।

 


এই বিভাগের আরো খবর