নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করলে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে নির্বাচন এবং গণভোটের বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা সরবরাহ করা হবে, এর জন্য বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন ও গণভোট দুইদিনে করা অনেক চ্যালেঞ্জের বিষয়। তবে আমি মনে করি একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে। নির্বাচনের বাজেট ধরা আছে, তবে গণভোট এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করায় সামান্য বাড়তি খরচ হবে।”
অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল সরবরাহ করবে, এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “চালের দাম কিছুটা বাড়তে পারে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম চাল আমদানি করা হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক সরকার লাগে।”
নির্বাচন ও বাজেট সম্পর্কিত এই বক্তব্যে সরকার নিশ্চিত করছে, ভোট ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হবে।