সর্বশেষ :
বাগেরহাটে জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে গণ প্রকৌশল দিবসে র‌্যালী বাগেরহাটে নারী এবং যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সম্মেলন তাজরীন ট্রাজেডির ১৩ বছরেও ক্ষতিপূরণ–পুনর্বাসন হয়নি সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার ফুলকোর্ট সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা পাইকগাছা উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার : স্বস্তিতে নেতাকর্মীরা মোরেলগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ আবারও বিতর্কের মুখে মিস ইউনিভার্স প্রতিযোগিতা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন লুকে নজর কাড়লেন সুনেরাহ বিনতে কামাল

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:বিনোদন জগতের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন। ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষাধর্মী তিনি। যে কোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব। সাম্প্রতিক এক ফটোশুটে আবারও দেখা মিলল তার সেই আধুনিক, বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির পুরোটা জুড়ে ব্ল্যাকের নাটকীয় দ্যুতি। এবারের পার্টি লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত ইন্টেনসিটি। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায়, তার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া চোখে শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাশকারার সমন্বয়, ঠোঁটে লালঘেঁষা ন্যুড লিপগ্লস আর হাতে লাল নেইল-পলিশ। সব মিলিয়ে ক্যামেরায় যেন উঠে এসেছে এক নতুন, আরও আত্মপ্রত্যয়ী সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া। সিলভার টোনের ক্রপ টপ, যার ওপরের স্তরে দেওয়া শিমারি নেট ওভারলে পুরো সাজেই এনে দিয়েছে বিশেষ আবেদন। ব্ল্যাক হাইওয়েস্ট টেইলরড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য। সুনেরাহর পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেঙ্চার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল এলিগেন্স। বর্তমান পার্টি মৌসুমে এ ধরনের ফেদার কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি, সুনেরাহ তা আরও একবার প্রমাণ করে দিলেন। সুনেরাহর হেয়ারস্টাইল ছিল নরম, ভলিউমাস ওয়েভে সাজানো, যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছে আলোকোজ্জ্বল মাত্রা।


এই বিভাগের আরো খবর