মোরেলগঞ্জ প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে ৩ আগষ্ট মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারিদেরকে বাঁধা ও মারপিটের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়রসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও তাতীলীগের ৯৭ জন নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে।
পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে আব্দুর রহিম বাদি হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে মামলাটি দায়ের করেছেন। মামলার প্রধান আসামি মোরেলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার ও ২ নং আসামি সাবেক এমপি অ্যাড. আমিরুল আলম মিলন।
এ ছাড়াও উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন অ্যাড. তাজিনুর রহমান পলাশ, হারুনর রশিদ, জালাল উদ্দিন তালুকদার, আলমগীর হোসেন বাদশা, ফারুক খান, আরিফুজ্জামান আরিফ, অ্যাড. গোলাম কিবরিয়া তারিক, সাইফুল শেখ, মহিদুজ্জামান মহিদ, নুরুন্নবী পরাগ, হাসিব খান, ওবাইদুল ইসলম টিটু, ফারুক খান, কমিশনার সূজন, মোস্তাক বিল্লাহ রূপম, রাজ্জাক, মাহমুদুল হাসান জুয়েল, এনায়েত করিম রাজীব, ইলিয়াস হোসেন দুলাল ও ফারুক চৌকিদার। অজ্ঞাতনামা আসামি ১২০ জন।
মামলাটি শুক্রবার রাতে দায়ের হলেও রবিবার(২৩ নভেম্বর) ব্যাপকভাবে জানাজানি হয়। এরপর থেকে নানা ধরণের বিতর্ক, আলোচনা, সমালোচনা চলছে চায়ের দোকানসহ বিভিন্ন রাজনৈতিক মহলে। মামলার ১ নং স্বাক্ষী করা হয়েছে পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামকে। তিনি বিষয়টি সম্মন্ধে আদৌ অবগত নন বলে দাবি করেছেন। সাংবাদিক সম্মেলন করে বিষয়টির প্রতিবাদ জানাবেন বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই ভবতোষ রায় বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ বেশকিছু ধারাযোগে মামলাটি রুজু হয়েছে। মোট আসামি ৯৭ জন। কোন আটক নেই। ##