নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দেড় বছরের ধারাবাহিক প্রচেষ্টায় পরিস্থিতি ইতোমধ্যে উন্নতির দিকে এবং নির্বাচন ঘনিয়ে এলেও কোনো অবনতির শঙ্কা নেই।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ বাড়বে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক তৎপরতা চোখে পড়বে। তবে এতে আইনশৃঙ্খলার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল ছিল, কিন্তু দেড় বছরের প্রচেষ্টায় তা দৃশ্যমানভাবে উন্নতি পেয়েছে। “আইনশৃঙ্খলা ধীরে ধীরে ভালো হচ্ছে” মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
ব্রিফিংয়ে ভূমিকম্পের প্রস্তুতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, অনেক দেশে ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে সক্ষম অ্যাপ ব্যবহার করা হয়। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলেছে। একই সঙ্গে তিনি ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং জলাশয় ভরাট ও উন্মুক্ত জায়গার সংকটকে ভূমিকম্প ঝুঁকির বড় কারণ হিসেবে উল্লেখ করেন।
অগ্নিকাণ্ড ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনায় সংস্থাটি দক্ষতার পরিচয় দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।