সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সেনাপ্রধান নির্বাচনে ইসিকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেন

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা পাবে সেনাবাহিনীর পক্ষ থেকে। তিনি জানান, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, তাই সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে সেনাবাহিনী যাতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সদস্যদের সামনে সেনাপ্রধান বলেন, নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। তিনি নিশ্চিত করেন যে নির্বাচন কমিশন যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ তৈরি করতে বাহিনী কাজ করবে।

অনুষ্ঠানে বাহিনীতে বীরত্বপূর্ণ অবদান এবং অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনা সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়। পাশাপাশি ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানান সেনাপ্রধান। এ সময় জানানো হয় যে ২০২৪ থেকে ২০২৬ অর্থবছর পর্যন্ত অবদানের ভিত্তিতে ৯ জন সেনাবাহিনী পদক, ১৭ জন অসামান্য সেবা পদক এবং ৩৮ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।

সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথই দেশের সেবার মূল অনুপ্রেরণা এবং সেই পথ অনুসরণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।


এই বিভাগের আরো খবর