মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিবিড় পর্যবেক্ষনে ‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম। গত ১৬ নভেম্বর দুপুরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি রয়েছেন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে। নির্মাতা গাজী মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জীবন-মৃত্যুর কঠিন সন্ধিক্ষণে রয়েছেন বরেণ্য নির্মাতা শেখ নজরুল ইসলাম। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিউতে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসকগণ ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেছেন, যার মেয়াদ শেষ হবে শনিবার সকাল ১০টায়। এমন সংকটাপন্ন অবস্থা থেকেও সৃষ্টিকর্তা তাঁর অসীম করুণায় বহু মানুষকে আবার সুস্থতার পথে ফিরিয়ে দিয়েছেন। আমরাও সেই মহান আল্লাহর রহমতের প্রতীক্ষায় আছি।’ শেখ নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট তাঁর সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানো হয়েছে। চাঁদের আলো সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম জানান, ‘অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছেন নজরুল ইসলাম। এখন তাঁর (নজরুল ইসলাম) অবস্থা খুব আশঙ্কাজনক। রোববার তাঁকে আইসিইউতে নেওয়া হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’। এ ছাড়াও এই নির্মাতার অন্যান্য সাড়া জাগানো চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম। তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন। তাঁর জন্ম ১৯৩৫ সালের ৭ নভেম্বর, নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।


এই বিভাগের আরো খবর