সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ধানের শীষের বিজয়ে নারীরা ঐক্যবদ্ধ:  উঠান বৈঠকে বিএনপি নেতা কাজী শিপন

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫


এম.পলাশ শরীফ, বাগেরহাট:  
 বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় আমতলা বাজারে উঠান বৈঠক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। পুটিখালী ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি বেবী আক্তার।  বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলী আজিম বাবুল, মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মহিলা দল নেত্রী নাসরিন নাহার, দৈবজ্ঞহাটী বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন। বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইদুল হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিক শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় গ্রামীন জনপদের নারীদেরকে সম্মানিত করা হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।


এই বিভাগের আরো খবর