মোরেলগঞ্জ (,বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাট -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজি শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের অসংগতি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করে। সবকিছুর উর্ধ্বে থেকে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
সভায় অন্যােন্যর মধ্যে বক্তৃতা করেন, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি প্রেসক্লাব সাধারণ সম্পাদক গনেশ পাল, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, জিটিভি ও কালেরকন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি এম পলাশ শরীফ, মানবজমিন প্রতিনিধি শাহজাহান আলী খান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেফালী আক্তার রাখি, নয়াদিগন্ত প্রতিনিধি মিজানুর রহমান, মাহাবুবুর রহমান প্রমুখ।