সর্বশেষ :
শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতি গঠন সম্ভব নয় : বাগেরহাটে মতবিনিময় সভায় ড. ওবায়দুল ইসলাম সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বংশালে পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, অবৈধ নির্মাণে সতর্কবার্তা বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র থমকে যায় সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত ইসি ২৪ ঘণ্টার মধ্যে দেশে দ্বিতীয় ভূমিকম্প মোরেলগঞ্জে “ শিক্ষার মনোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে বিএনপির জনসভায় কাজী শিপন:  স্বাধীনতা বিরোধী অপশক্তির  ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে দুবাই এয়ার শোতে ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস, নিহত ১৬
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

 মোরেলগঞ্জে বিএনপির জনসভায় কাজী শিপন:  স্বাধীনতা বিরোধী অপশক্তির  ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এম. পলাশ শরীফ, বাগেরহাটঃ  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির এক জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি কোন ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। ধর্ম ভিত্তিক দল জামায়েত ইসলাম সাধারণ মানুষকে ধর্মের ভুল ব্যাখা দিয়ে ভোট নেওয়ার পায়তারা করছে। এদেরকে প্রতিহত করতে হবে।  নেতাকর্মীদেরকে সর্তক থাকার আহবান জানান তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় মোরেলগঞ্জ শরণখোলার সিমান্তে খোন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় ইউনিয়নন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে

প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা ছিলেন  শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সম্মানিত অতিথি মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বিশেষ অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোল্লা ইসাহাক আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু, সাবেক যুগ্ম-আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী। সভাটি সঞ্চালনা করেন মাষ্টার মো. ইলিয়াস হোসেন।

প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জামায়েত ইসলামীর কর্মকান্ডের কথা এদেশের মানুষ আজও ভুলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিতে হলে বিএনপির ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে সকলকে বিজয় করতে হবে। তা হলেই হবে আগামির বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধির দেশ।
এর পূর্বে তিনি সন্ন্যাসীতে প্রয়াত বিএনপি নেতা এম এ খালেক ও তার বোন, আমতলী পীর সাহেবের কবর জিয়ারত করেন জেলা বিএনপি নেতা।


এই বিভাগের আরো খবর