সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়ার বিরুদ্ধে উঠলো গল্প চুরির অভিযোগ

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিনোদন:‘অন্য সিনেমা থেকে গল্প চুরি করেছেন আলিয়া ভাট’- আলিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। তার দাবি ছিল, আলিয়ার ‘জিগরা’ সিনেমাটি আসলে তার ছবি ‘সাবী’-র নকল। এ বিষয়ে এবার জবাব দিলেন আলিয়ার চাচা মুকেশ ভাট। দিব্যার ‘সাবী’ সিনেমার প্রযোজক ছিলেন মুকেশ। তার দাবি, সিনেমার প্রচারের জন্যই এমন দাবি করেছিলেন দিব্যা। দিব্যা ও আলিয়ার তরজা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘দিব্যা এটা প্রচার পাওয়ার জন্য করেছিল কি না, তা আমি জানি না। আসলে “ব্যাঙ্কক হিলটন”নামে একটি ছবির অনুপ্রেরণায় মহেশ (মহেশ ভাট)“গুমরাহ”নামে একটি সিনেমা বানিয়েছিলেন। ওই সিনেমার অনুপ্রেরণা রয়েছে “জিগরা”র নেপথ্যে।’ প্রকারান্তরে মুকেশ নিজেই জানান, তার প্রযোজিত সিনেমা ‘জিগরা’র সঙ্গে ‘সাবী’র কোনো মিল নেই। তিনি বলেন, ‘আসলে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিতর্ক তৈরির প্রয়োজন হয়। সবার প্রচারের প্রয়োজন। আর প্রচার করার জন্য বিতর্কের তো দরকার হয়েই থাকে।’ তবে আলিয়া এখন এত বড় তারকা যে তার বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজনই নেই। মনে করেন অভিনেত্রীর চাচা। তার স্পষ্ট বক্তব্য, ‘আলিয়া এখন বড় তারকা। এত বড় তারকার নাম নিয়ে বিতর্ক তৈরি করলে প্রচার পাওয়া যায়।’ আলিয়ার মতো অভিনেত্রীর অন্য সিনেমা থেকে গল্প চুরির প্রয়োজনই নেই। মুকেশ বলেন, “আলিয়া দেউলিয়া হয়ে যায়নি, যে অন্য ছবি থেকে ওকে গল্প চুরি করতে হবে। ও অনেক বড় মানুষ। এসব করার ওর কোনো প্রয়োজন নেই। ও খুবই গোছানো, বুদ্ধিমতী ও ভালো মেয়ে। এত নিম্নমানের কাজ করার কথা ও ভাবতেও পারে না।” ২০২৪ সালের মে মাসে মুক্তি পেয়েছিল ‘সাবী’। অন্যদিকে ‘জিগরা’ সিনেমাটি সে বছর অক্টোবর মাসে মুক্তি পায়।

 


এই বিভাগের আরো খবর