সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুরে এসডিএফ এর জেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা
স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা সিভিল
সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর
রহমান। বিশেষ অতিথি ছিলেন এসডিএফ বরিশাল আঞ্চলিক অফিসের
পরিচালক কৃষিবিদ মৃতুঞ্জয় সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন
এসডিএফ এর জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা। সভায় বক্তব্য দেন
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল
রায়, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী
দেবনাথ, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম
উদ্দনী, এসডিএফ এর ভান্ডারিয়া ক্লাস্টার অফিসার একে এম মাহফুজুর
রহমানসহ অন্যান্যরা। কর্মশালায় আইসিবি এর জেলা কর্মকর্তা মো.
মেজবা উর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি
বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুক্তা পাশা প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত
সময়ের গ্রাম কমিটিগুলোর কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি উপাদান সংক্রান্ত
অগ্রগতি এবং বিভিন্ন কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। কর্মশালায়
জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কমিটির সদস্যরা
অংশ নেন।


এই বিভাগের আরো খবর