বাগেরহাট প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে রিকশা চালক ও শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এই মিষ্টি বিতরণ করেন।
মিস্টি বিতরণ কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মেসবাহুল আরফিন, রবিউল ইসলাম ফয়সাল, হৃদয়, ইকবাল হোসেন শুভ, রনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়ের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এই রায়ে খুশি বাগেরহাটের রিকশা চালক, শ্রমিক ও স্থানীয়রা।
ফ্যাসিস্ট আমলে বাগেরহাটে সব থেকে বেশি নির্যাতনের স্বীকার হয়েছে রিকশা চালক, অটো চালক ও শ্রমিকরা। এজন্য আজকের এই রায়ে আমরা যে আনন্দিত। সেই আনন্দ তাদের সাথে ভাগাভাগি করার জন্য রিকশা চালক, অটোচালক শ্রমিকদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
অন্যদিকে রায়ে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল করেছে বিএনপি ও জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস মিছিল ও মিস্টি বিতরণ করেছে শহরে। এছাড়া কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, মোল্লাহাট উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।#