সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের ভারতীয় জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫নভেম্বর )দুপুরে নিহতের মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন  হয়েছে। মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। এর আগে শুক্রবার রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের  মৃত্যু হয়।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোষ্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়। আদালত আসামীদের কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।
তিনি আরও বলেন,বাবুলের মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন  হয়েছে। মরদেহ মর্গের হিমাগারে  রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্থান্তর করা হবে,।


এই বিভাগের আরো খবর