মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনটি অতীতে কখনো বিএনপির হাতে আসেনি। বহু বছর ধরে এটা আওয়ামী লীগের ঘাটি হিসেবে ধরে নেওয়া হয়েছে। এর পরে জোটের সমর্থনে জামায়াতে ইসলামী একবার, এককভাবে আরও একবার এ আসনে এমপি হয়েছে। অতীত ও বর্তমানের প্রেক্ষাপট এক নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতীতের রেকর্ড ভেঙ্গে বিএনপির প্রার্থী এমপি হবে ইনশাআল্লাহ। আসন ফেরাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, উন্মুক্ত বিশ^ বিদ্যালয়ের উপাচার্য ড. মো. ওবায়দুল ইসলাম। শুক্রবার রাতে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের একটি নামজজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
ড. ওবায়দুল ইসলাম আরও বলেন, বিএনপির মধ্যে এখন আর কোন বিভক্তি নেই। হাই কমান্ড যাকে নমিনেশন দিবে সকলে তার হয়ে মাঠে কাজ করবে। আমিও দলের সিদ্ধান্ত মেনে মাঠে থাকবো। বিএনপি ‘সংখ্যালঘ’ু বলে কাউকে ছোট করেনা। সবাই এ মাটি মানুষ। সবার সমান অধিকার। আসন্ন নির্বাচনে সকল ধর্ম ও বর্ণের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে।
এসময় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিপক কর্মকার ও সদ্য বিএনপিতে যোগদানকারি মতুয়া বহুজন ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে তার সাথে ছিলেন।