বিনোদন:খুলনা কাঁপিয়ে এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’। গতকাল শুক্রবার দেশের ৬টি হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম সপ্তাহে যে যে হলে দেলুপি মুক্তি পায় তা হলো-ঢাকায় স্টার সিনেপ্লেঙ্ (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেঙ্ (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)। ‘দেলুপি’ খুলনায় মুক্তি পায় গত ৭ নভেম্বর। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক-দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’-আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। সিনেমাটি নিয়ে নির্মাতা তাওকীর বললেন, ‘তখনো আমাদের মাথায় সিনেমার গল্পটা ছিল না। ধীরে ধীরে দেলুটির মানুষের সঙ্গে মিশতে থাকি, সেখানে থাকা শুরু করি। খুব কাছ থেকে সেখানকার মানুষের জীবন দেখতে শুরু করি। এরই মধ্যে সিনেমার গল্প লিখতে শুরু করি। একই সঙ্গে সিনেমার চরিত্র ও লোকেশনও লক (চূড়ান্ত) করতে থাকি।’ চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু খুলনা অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।’ ‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে। এরই মধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনো সিনেমা নিয়ে এত সাড়া পাচ্ছে তারা।