সর্বশেষ :
অস্বস্তি পেঁয়াজের দামে, সবজি-ডিমে কিছুটা স্বস্তি রাজধানীসহ আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে কিছু দল: সালাহউদ্দিন শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক এরশাদ গ্রেপ্তার ৪৮ ঘণ্টার আল্টেমেটাম বিচারকদের, দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি নির্বাচনের আগেই গণভোট—৩ উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো আহবান দক্ষিণ কোরিয়ায় বাজারে ঢুকে গেল ট্রাক, হতাহত ২০ গাজা স্থিতিশীলতা বাহিনীর স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে: তুরস্ক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্বস্তি পেঁয়াজের দামে, সবজি-ডিমে কিছুটা স্বস্তি

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বাজারে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কমার সম্ভাবনা কিছুটা থাকলেও রয়েছে অনিশ্চয়তা। ব্যবয়িদের ভাষ্য অনুযায়, কয়েক দিনের মধ্যে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ এলে কিছুটা স্বস্তি মিলতে পারে পেঁয়াজের বাজারে। তবে পেঁয়াজের বাজারে মানুষের অস্বস্তি হলেও কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচাবাজার। শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপির সঙ্গে শালগমও বাজারে মিলছে একটু কম দামেই। যে কারণে বাজারে অন্য প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।

পেঁয়াজের দাম স্থিতিশীল না হলে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে সরকারের। এরই মধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ প্রতিষ্ঠানের আবেদন জমা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের দাম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে আমদানির অনুমতি দিলেও সেটা সীমিত পরিসরে দেওয়া হবে, যেন মৌসুমি পেঁয়াজ ওঠার পর আমদানির প্রভাব কৃষককে ক্ষতিগ্রস্ত না করে।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাজারে এখন শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগম এবং নতুন বেগুন আসছে। আকার অনুযায়ী প্রতিটি ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকার মধ্যে। নতুন আসা শিমের প্রতি কেজি ৭০-৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।এছাড়া সরবরাহ বাড়ায় নতুন বেগুনের দাম কমে ৬০-৭০ টাকায় নেমেছে। শালগম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। মুলা প্রতি কেজির দাম এখন ৪০ থেকে ৬০ টাকা। নতুন কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।

কমেছে ডিমের দামও। বাজারে ডজনপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত কমেছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন ডিম মাসখানেক আগেও যেখানে ১৫০ টাকায় উঠেছিল, তা এখন ১৩০ থেকে পাড়া-মহল্লায় ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা।


এই বিভাগের আরো খবর