সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মশিউর রহমান বলেন, ‘সবার ন্যায় আমিও মানুষের কল্যানে দেশের স্বার্থে কাজ করছি। আমার কোন রাজনৈতিক অভিলাশ নেই। তবে, দেশে দ্রুত শান্তি-শৃংখলা ফেরাতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আমিও চাই’।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা-কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. রফিকুল ইসলাম রফিক।
এ ছাড়াও রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার বক্তৃতা করেন।