সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে বড় পর্দায় আসছে ‘হ্যালো কিটি’

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিনোদন: বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় চরিত্র ‘হ্যালো কিটি’ এবার আসছে বড় পর্দায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ার্নার ব্রোস. অ্যানিমেশন ও নিউ লাইন সিনেমা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে- ২০২৮ সালের ২১ জুলাই মুক্তি পাবে ‘হ্যালো কিটি’ চলচ্চিত্রটি। এটি হবে এই জনপ্রিয় চরিত্রের প্রথম হলিউড অভিযাত্রা।ওয়ার্নার ব্রোস. তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানায়, “হ্যালো, হলিউড!”নতুন এই সিনেমায় হ্যালো কিটি ও তার বন্ধুদের নিয়ে গড়ে উঠবে এক মনোমুগ্ধকর অভিযানের গল্প, যা সব বয়সের দর্শকদের কাছে সমান আকর্ষণীয় হবে।চলচ্চিত্রটি পরিচালনা করছেন লিও মাতসুদা, যিনি আগে ডিজনির ইনার ওয়ার্কিংস, যুটোপিয়া ও রেক ইট রালফ-এর মতো সফল প্রজেক্টে কাজ করেছেন। গল্প লিখেছেন ডানা ফঙ্, আর প্রযোজনায় রয়েছেন বো ফ্লিন, ফ্লাইইন পিকচার কো.-এর প্রতিষ্ঠাতা। ফ্লিন প্রায় দশ বছর ধরে ‘হ্যালো কিটি’র মালিক প্রতিষ্ঠান সানরিও-র প্রতিষ্ঠাতা শিনতারো সুজির সঙ্গে সহযোগিতায় এই চলচ্চিত্রের অধিকার নিশ্চিত করেন। প্রযোজক দলের সঙ্গে আছেন শেলবি থমাসও।‘হ্যালো কিটি’ প্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৪ সালে, জাপানের সানরিও কোম্পানির মাধ্যমে। সময়ের সঙ্গে এটি কেবল একটি চরিত্র নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে। হ্যালো কিটির উপস্থিতি আজ থিম পার্ক, ক্যাফে, ভিডিও গেম থেকে শুরু করে অসংখ্য ফ্যাশন ব্র্যান্ডের সহযোগিতায় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

 


এই বিভাগের আরো খবর