বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিয়েতনামের হিউতে ২৪ ঘন্টায় ১.৭ মিটার বৃষ্টিপাতের রেকর্ড

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভিয়েতনামের কেন্দ্রীয় শহর হিউতে ২৪ ঘন্টায় এক মিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি দেশটির দুই দশক আগের জাতীয় রেকর্ডকে ভেঙে দিয়েছে। পরিবেশ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত হিউতে তিনটি পরিমাপক স্টেশনে ১ দশমিক ৭ মিটার (পাঁচ ফুট সাত ইঞ্চি), ১ দশমিক ১ মিটার এবং ১ দশমিক ০ মিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পূর্ববর্তী ২৪ ঘন্টার বৃষ্টিপাতের রেকর্ড ছিল ১৯৯৯ সালে হিউতে ০ দশমিক ৯৯ মিটার। সপ্তাহান্ত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সাবেক রাজকীয় শহর হিউ প্লাবিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তীব্র বন্যা এবং ভূমিধসের ঝুঁকির কারণে শনিবার থেকে চারটি মধ্য প্রদেশের ৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে স্কুল ও অন্যান্য সরকারি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় ও বন্যার মতো চরম আবহাওয়া আরও মারাত্মক ও ধ্বংসাত্মক হয়ে উঠছে।

 


এই বিভাগের আরো খবর