সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুদানের আরএসএফ’কে এল-ফাশারে ২ হাজার লোককে হত্যা করেছে

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : সুদানের সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনী রোববার পশ্চিমাঞ্চলীয় এল-ফাশার শহর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আধাসামরিক বাহিনী ‘২ হাজারেরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা’ করার অভিযোগ করেছে। নৃশংসতার এই সংক্রান্ত বেশকিছু উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। পোর্ট সুদান থেকে এএফপি এ খবর জানায়। যৌথ বাহিনী  মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ‘এল-ফাশার শহরে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। সেখানে ২৬ এবং ২৭ অক্টোবর ২০০০ এরও বেশি নিরস্ত্র নাগরিককে হত্যা করা হয়েছে। যাদের বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক’। গত সোমবার সুদানের সেনাপ্রধান বলেছেন, দীর্ঘস্থায়ী আরএসএফ অবরোধের পর তারা এল-ফাশার থেকে সরে এসেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, ‘এল-ফাশারে আরো বৃহৎ আকারের জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে’। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাব সোমবার জানিয়েছে, ‘স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উত্তর দারফুরে এল-ফাশার দখলের পর র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক গণহত্যা চালানোর অভিযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রমাণ পেয়েছে’।


এই বিভাগের আরো খবর