সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনরক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মিত হলো অত্যাধুনিক সাইক্লোন শেল্টার।
জার্মান সরকারের অর্থায়ন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি (CCDB)-এর বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ আশ্রয়কেন্দ্রটি সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে উদ্বোধন করা হয়।
খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে তিনি শেল্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিডিবি’র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জমিদাতা মো. সেলিম মিয়া, ডাইকোনিয়া সংস্থার থমার্স মনিটরিং অফিসার, প্রকৌশলী রাহাতুল আরেফিন এবং কনসালটেন্ট রেবেকা ট্রেগারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
জানাগেছে, খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামে বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় ২৩ শতক জমির ওপর এ আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে চার শতাধিক মানুষ এখানে আশ্রয় নিতে পারবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কক্ষ, গবাদিপশুর রাখার ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ, বীজ সংরক্ষণাগার, জরুরি স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপক যন্ত্র, সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস সুবিধাসহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন,
“উপকূলীয় জনপদের মানুষের আশ্রয়ের জন্য এমন আধুনিক সাইক্লোন শেল্টার নির্মাণ নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ। দুর্যোগের সময় এটি হবে মানুষের নিরাপদ আশ্রয়স্থল। জমি দানকারী ব্যক্তি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ আশ্রয়কেন্দ্রটি যেন সবার নিজের সম্পদ হিসেবে পরিচ্ছন্ন ও সংরক্ষিত থাকে, সেই দায়িত্ব সবার।”


এই বিভাগের আরো খবর