সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়া এক সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলে নিল

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মাত্র সাত দিনের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের একাধিক লোকালয় এখন রুশ বাহিনীর দখলে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই সময়ের মধ্যেই ইউক্রেনীয় সেনাদের ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনী একাধিকবার বিমান হামলার চেষ্টা করলেও, প্রতিবারই রুশ সেনারা তা প্রতিহত করতে সক্ষম হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর হাতে ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন। তবে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, চলমান রুশ আগ্রাসনের ফলে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক চাপ বাড়ছে। কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।

তিন বছর পার হলেও সংঘাতের কোনো ইতি দেখা যাচ্ছে না। এ সময়ের মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। রুশ দখলকৃত এলাকা পুনরুদ্ধারে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা, তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।


এই বিভাগের আরো খবর