সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কোস্ট গার্ডের অভিযান  সুন্দরবনের ত্রাস বনদস্যু রাঙ্গা  বাহিনীর প্রধান আটক

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত বনদস্যু  রাঙ্গা বাহিনীর প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা । রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে মোংলা কোস্টগার্ড বেইজে বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেঃ মোঃ খালিদ সাইফু্ল্লাহ্ ব্রিফিং করে জানান, সুন্দরবনের কালাবগি এলাকায় রাঙ্গা বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ড বেইস থেকে বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহিনীর প্রধান নজরুল শেখ (৪৮) কে আটক করা হয়। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক নজরুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো জানান, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠায়। এরপর থেকেই বাহিনীটিকে ধরতে অভিযান জোরদার করে কোস্ট গার্ড। গত ১২ সেপ্টেম্বর কোস্ট গার্ডের অভিযানে রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটকও করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।


এই বিভাগের আরো খবর