সর্বশেষ :
প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র পাঁচ দিনেই ৩০৬ কোটির ঘরে ‘ধুরন্ধর’ নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার শ্রাবন্তী বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না: তথ্য উপদেষ্টা শাকিবের সিনেমা নিয়ে অভিযোগ করলেন অপু বিশ্বাস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মোরেলগঞ্জে হরিসভা মন্দিরে  বিশেষ প্রার্থনা   বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রনির সঙ্গে প্রেমের প্রশ্নে লজ্জায় লাল সাদিয়া- কী বললেন অভিনেত্রী

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিনোদন: বেশ কিছুদিন ধরে বিনোদন অঙ্গনে ঘুরপাক খাচ্ছিল অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন। দুজনের কেউই এতদিন এ বিষয়ে মুখ না খোলায় কৌতূহল আরও বেড়েছিল। অবশেষে এক বিনোদনমূলক অনুষ্ঠানে নিজেই মন্তব্য করলেন সাদিয়া, আর তার কথাতেই যেন মিলে গেল সেই গুঞ্জনের ইঙ্গিত।

সম্প্রতি দেশের এক জনপ্রিয় গণমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির নিয়ম ছিল, একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। সেখানেই অভিনেত্রীর হাতে ওঠে একটি চিরকুট, যেখানে লেখা ছিল-‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি পড়ে মুচকি হেসে কিছুটা লজ্জিত ভঙ্গিতে তিনি বলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’ উপস্থাপক আরও জানতে চান, ‘তাহলে বিষয়টা কতটা সত্যি?’ জবাবে সাদিয়া বলেন, ‘আমি ব্লাশ করতেছি, এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে তিনি যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’

তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ সাদিয়া আয়মানের অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ছোট পর্দাতেও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। ২০১৯ সালে ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। পরবর্তীতে শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর বিসিআরএ পুরস্কার পান। আর গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।


এই বিভাগের আরো খবর