মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেট্রো স্টেশনে ডুকে ভ্রমন না করে বের হলেই জরিমানা!

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভিতরে ডুকে ভ্রমণ না করে বের হয়ে গেলে গুনতে হবে জরিমানা। ডিএমটিসিএলের নোটিশ অনুযায়, ১০০ টাকা দিতে হবে জরিমানা। গত মেট্রোরেল কর্তৃপক্ষ সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম চালু করেছে। 

নোটিশে বলা হয়েছে, “সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে-ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”

মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে।

এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

এ বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেয়া যাবে না।


এই বিভাগের আরো খবর