সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে: আমান

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির (পিআর) নামে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ।

আমান উল্লাহ আমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে অনৈক্য দেখা দিলে ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি বলেন, “কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, কেউ আবার নানা উপায়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমি সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এখন নতুন করে শপথ নিতে হবে। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হতে হবে। আওয়ামী লীগ নামের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটি নিষিদ্ধই রাখতে হবে।”

বিমানবন্দরে আগুন লাগার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কোনোভাবেই স্বাভাবিক নয়। এসব নাশকতার মূল হোতা শেখ হাসিনা। তিনি প্রতিবেশী দেশে বসে দেশ destabilize করার ষড়যন্ত্র করছেন এবং তার অনুসারীদের দিয়ে দেশে নাশকতা করাচ্ছেন।”

আমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অন্তবর্তীকালীন সরকারকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী দেশে নাশকতা ঘটাতে না পারে। একই সঙ্গে শেখ হাসিনাসহ এসব ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ, সেই নির্বাচন হবেই। যারা নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের রুখে দেবে। সবাই মিলে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে মানুষ ভয় ছাড়াই ভোট দিতে পারবে।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক ফরিদ উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব খোকন চন্দ্র দাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফারুক রহমান, আবদুল্লাহ আল হারুন, মাহবুবুল আলম, খায়রুল কবির খোকনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর