সর্বশেষ :
তোপের মুখে অভিনেত্রী মেহের আফরোজ শাওন শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানালেন তানজিয়া জামান মিথিলা অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা  শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় শাহবাগে মাথায় কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করবেন তারা। একইসঙ্গে জেলা ও উপজেলা সদরের শিক্ষকরাও এ কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো মহাসমাবেশ করেন শিক্ষকরা। সেখানে তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কোনো ধরনের আপস নয়। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা। সমাবেশে বক্তারা আরও ঘোষণা দেন, চলমান প্রশিক্ষণ কর্মসূচি থেকে সব শিক্ষককে প্রত্যাহার করা হবে।

রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষাভবন অভিমুখে “ভুখা মিছিল” বের করেন শিক্ষকরা। তবে পুলিশি বাধার মুখে পড়লে তারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন। সেদিন সকালে অর্থ বিভাগ এমপিওভুক্তদের বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির অনুমোদন দেয়। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে বলেন, বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষক নেতাদের দাবি, তারা শিক্ষা সেবাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে রাখতে চান, কিন্তু ন্যায্য ভাতা ও বাড়িভাড়ার সমন্বয় না থাকায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলও।

শিক্ষক সংগঠনের নেতারা জানিয়েছেন, সরকার যদি দ্রুত দাবি পূরণের উদ্যোগ না নেয়, তবে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরো খবর