সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ল্যুভর জাদুঘরে চুরি, এক দিনের জন্য বন্ধ ঘোষণা

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিদেশ : প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। বিশ্বের সর্বাধিক দর্শনার্থীসমৃদ্ধ এ জাদুঘরটি হঠাৎ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, কেউ হতাহত হয়নি। আমি জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। তার দপ্তরের এক সদস্য ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অন্তত একজন ব্যক্তি জাদুঘরে প্রবেশ করেছিল, তবে কী চুরি হয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। ল্যুভর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যতিক্রমী কারণে আজকের দিনটি জাদুঘর বন্ধ থাকবে। তবে কী চুরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্পকেন্দ্র ল্যুভরে প্রতি বছর ৮০ লাখেরও বেশি দর্শনার্থী প্রবেশ করেন। এখানে প্রাচীন ভাস্কর্য থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির ষোড়শ শতকের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনা লিসা সংরক্ষিত রয়েছে। এ বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জাদুঘরটির বড় ধরনের সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কারণ, এর পরিচালক লরেন্স দে কার্স সতর্ক করেছিলেন যে অতিরিক্ত ভিড়ের কারণে জাদুঘর ভ্রমণ করা এখন শারীরিকভাবে ক্লান্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া এক প্রতিবেদনে দে কার্স লিখেছিলেন, জাদুঘরের কাচের পিরামিড প্রবেশপথের নিচের স্থান যথাযথভাবে তাপ নিরোধক নয়, শব্দ বাড়িয়ে তোলে এবং জনসাধারণ ও কর্মীদের জন্য অস্বস্তিকর। তিনি আরও সতর্ক করেছিলেন, পানি চুঁইয়ে পড়া, অবকাঠামোর ক্ষয় এবং তাপমাত্রার ওঠানামা শিল্পকর্মের সংরক্ষণে ঝুঁকি সৃষ্টি করছে।


এই বিভাগের আরো খবর