
মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতীকে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সংগঠনকে আরও গতিশীল করতে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “কর্মীসভা–২০২৫”।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মোরেলগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বিএনপির নেতা সামাদ হোসেন ফকির, ফকির রাসেল আল ইসলাম, মাসুদ খান চুন্নু, খান আতাউর রহমান, খ.ম. বদিউজ্জামান বদি, আব্বাস মুন্সি, মতিউর রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা পারভীন হ্যাপীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
এসময় প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন,
“আমরা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। বিএনপি কোনো দুর্নীতিবাজের কাছে মাথা নত করবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং রাজনৈতিক পরিস্থিতির যে কোনো পরিবর্তনকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবো।
সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে কার্যকর প্রচার-প্রচারণা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শেষে পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।