সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় ভেনিজুয়েলার ১৪ খনি শ্রমিকের প্রাণহানি

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভেনিজুয়েলার পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার এ তথ্য জানায়। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। দুর্যোগ ত্রাণ সংস্থা ও সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানায়, তারা বলিভার রাজ্যের এল ক্যালাও শহরের একটি সোনার খনি থেকে শ্রমিকদের মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে। গায়ানা ও ব্রাজিল উভয় সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাতের সময় শ্রমিকরা মাটির নিচে অবস্থান করছিলেন। ভারি বৃষ্টিপাতের ফলে এসময় বেশ ক’টি খনিতে পানি ঢুকে পড়ে। বলিভারের গভর্নর ইউলিসবেথ গার্সিয়া এক বিবৃতিতে বলেন, আকস্মিক বন্যায় তারা হতভম্ব হয়ে পড়েন। উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে খনি থেকে শ্রমিকদের বেশ ক’টি কর্দমাক্ত মৃতদেহ তুলে আনতে দেখা গেছে। দুর্যোগে আপনদুই ভাইকে হারিয়েছেন এলিজাবেথ জেরপা, তিনি এএফপিকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ।’ এল ক্যালাও’র মেয়র জেসুস করোমোটো লুগো, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মেয়র জানান, এল ক্যালাও শহরটির অর্থনীতির মূল ভিত্তি হলো, সোনার খনি। কারাকাসের প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটি প্রায় ৬০ হাজার খনি শ্রমিকের আবাসস্থল। খনিটি বৈধ নাকি অবৈধভাবে পরিচালিত ছিল সে সম্পর্কে জানা যায়নি। দক্ষিণ আমেরিকা জুড়ে অবৈধ সোনার খনিতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে, বলিভার রাজ্যে সোনার খনি ধসে কমপক্ষে ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর