বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষ, ৬ বিদেশির ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার জানিয়েছে, তারা ছয় বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেচে। যুক্তরাষ্ট্রে খ্যাতনামা রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেঙ্েিকা, ব্রাজিল, জার্মানি ও প্যারাগুয়ের ছয়জন বিদেশির ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়াত চার্লি কার্ককে মরণোত্তরভাবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেন গত মঙ্গলবার। এদিনই ছিল কার্কের ৩২তম জন্মদিন এবং এ দিনই এই ঘোষনা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তর এঙ্ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘যেসব বিদেশি আমেরিকানদের মৃত্যুকামনা করে, তাদের আতিথ্য দেওয়ার কোনো দায় আমাদের নেই।’ বিবৃতিতে আরো বলা হয়, যারা ভিসা হারিয়েছেন তারা সামাজিক মাধ্যমে এমন সব বক্তব্য দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের নীতির পরিপন্থী। এক আর্জেন্টাইন নাগরিকের পোস্ট উদ্ধৃত করে বলা হয়েছে, ‘চার্লি কার্ক বর্ণবাদ, বিদেশবিদ্বেষ এবং নারী বিদ্বেষ ছড়াতেন।’ আরেকজন জার্মান ভাষায় লিখেছেন, ‘যখন ফ্যাসিস্টরা মারা যায়, তখন গণতন্ত্রপন্থীরা কান্না করে না। ’পররাষ্ট্র দপ্তর জানায়, গত মাসে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে কার্কের হত্যাকাণ্ডকে ঘিরে যারা উল্লাস প্রকাশ করেছিলেন, এমন ভিসাধারীদের সনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, যারা কার্কের মৃত্যুতে খুশি হয়েছেন অথবা তা নিয়ে ঠাট্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিচ্ছে। এর অংশ হিসেবে, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে এবং ভিসার মেয়াদ আরো সীমিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর