বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিসিবির নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালকদের প্রথম সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজন করা হতে পারে। দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে, বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও চোখে পড়েনি। বিপিএলের সঙ্গে আপাতত তিন বছরের জন্য চুক্তি করেছে আইএমজি। আগামী আসরসহ পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকার দিবে বিসিবি। যেখানে ফ্র্যাঞ্চাইজি দল চূড়ান্ত হলে প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর হবে বলে জানা গেছে। আসন্ন বিপিএল আসরে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা। এ ছাড়া টিভি সম্প্রচার স্বত্ব, গ্রাউন্ডস স্বত্ব, টিকিট বিক্রির লভ্যাংশ থেকেও রাজস্ব (রেভিনিউ) দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২ কোটি ৭৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। রানার্সআপ দল প্রাইজমানি পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। প্লে-অফের চার দলকে ৫৫ লাখ টাকা করে, আর বাকি তিন দলকে ৪৫ লাখ টাকা করে দেওয়া হবে।