আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ফেললো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে ম্যাচ হেরেছে টাইগাররা। সিরিজটা ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নামা আফগানিস্তান ২৯৩ রানের সংগ্রহ দাঁড় করায়। ওপেনার ইবরাহিম জাদরানের ৯৫ রানের সাথে শেষ দিকে ঝড়ো ফিফটিতে ৩৭ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী। জবাবে বাংলাদেশের হয়ে সাইফ হাসান বাদে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৫৪ বলে ৪৩ রান করেন সাইফ। বাকিদের ব্যর্থতাতে ৯৩ রানেই থেমেছে বাংলাদেশ। শেষে মাত্র ২৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় যেন নোবেল পুরস্কার জয়ের দাবিদার বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজের মতে, বাংলাদেশ দল এত বেশি খারাপও না। সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আসলে আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলছি। এখানে যদি উন্নতি না করতে পারি আরও কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে আরও কঠিন হবে আমাদের জন্য।’ এত এত ভুল নিয়ে কি কাজ করছে না বাংলাদেশের কোচিং স্টাফ? জবাবে মিরাজ বললেন, ‘সবাই কাজ করছে। ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। অনেক সময় অনেক কিছু পক্ষে আসে না। খারাপ সবাই একসাথেই খেলছি। যারাই ভালো করছে আউট হয়ে যাচ্ছে। আমাদের স্কোরও ৩০-৩৫ করে আউট হচ্ছি। ব্যাটাররা এভাবে আউট হলে আমাদের জন্য কঠিন। বিশ্বাস রাখি, আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলছি।’ মিরাজ আরও বলেছেন, ‘দেখেন দলটা অবশ্যই (সবার) একটু খারাপ লাগছে যেহেতু এই সিরিজ হেরেছি। এই ২ দিন যদি ফ্যামিলির সাথে সময় কাটায় মনে হয় আমরা ফ্রেশভাবে খেলতে পারব। আমার যেটা চাওয়া থাকবে, ব্যাটাররা যেখানে উন্নতি আনা দরকার, মানসিকভাবে শক্ত থাকা দরকার। কোচিং স্টাফরা আমাদের মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছি। অধিনায়ক হিসেবে আমারও এই কাজটাই করা উচিত।’ দর্শকদের আনন্দের চেয়ে হতাশাই বেশি উপহার দিয়েছে বাংলাদেশ দল। মিরাজ বললেন, ‘যদি ভালো ক্রিকেট খেলতাম ভালো লাগত। যেহেতু খেলিনি সবাইকে দায় নিতে হবে, অধিনায়ক হিসেবে আমাকেও দায় নিতে হবে। আমি আশা করছি আমাদের দল কামব্যাক করবে। আমি বিশ্বাস করি এবং দলকে সেভাবেই বুস্ট আপ করব। আশা করি দর্শকদের (সামনে) সেরকম ম্যাচ উপহার দিতে পারব।’ টি-টোয়েন্টি খেলতে খেলতে যেন ওয়ানডে ক্রিকেট খেলাটা ভুলেই গেছে বাংলাদেশ দল। ব্যাটাররা ৩০-৪০ রানের বেশি করতে পারছেন না। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারছে না বাংলাদেশ। ২০০ রানও তুলতে পারছে না বোর্ডে। এমন দশায় মিরাজ বলেছেন, ‘অবশ্যই ৫০ ওভার খেলা টার্গেট থাকবে। শেষ কিছু ম্যাচে আমরা ৫০ ওভার খেলতে পারিনি। সেভাবেই টার্গেট করছি ৫০ ওভার খেলার জন্য।’ আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।