রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ। দুর্ঘটনার পর নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, রাত ৮টা ৩০ মিনিটে ১৬ লাশ হাসপাতালে আনা হয়। হাসপাতালের কয়েকজন কর্মকর্তা বলেন, অধিকাংশ লাশ আগুনে পোড়ানো অবস্থায় ছিল। তবে লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ১৬ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও সাত ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারখানার নিচতলা থেকে আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে। বিকেলে পোশাক কারখানার আগুন বেশাংশে নিয়ন্ত্রণে আসে, তবে পাশের কেমিক্যাল গোডাউনে আগুন এখনও জ্বলছে।
স্থানীয়রা জানিয়েছেন, কারখানার মধ্যে প্রচণ্ড তাপ ও রাসায়নিকের কারণে নিহতরা দ্রুত অচেতন হয়ে মারা যান। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, “লাশগুলো আগুনে পুড়ে এমন অবস্থায় ছিল যে শনাক্ত করা কঠিন। এখন পর্যন্ত ১০ জন তাদের আত্মীয়-স্বজনকে শনাক্ত করেছেন। লাশগুলো দাবিকৃতদের কাছে হস্তান্তর করা হবে, অন্যদের কিছুদিন রাখার পর আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দেওয়া হতে পারে।”
তিনি আরও বলেন, মিরপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ও হাসপাতালের তৎপরতায় নিহতদের মরদেহ যথাসম্ভব নিরাপদ ও দ্রুত হস্তান্তরের চেষ্টা চলছে।