সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলের চেষ্টা — প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় অভিযোগ

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড় খাজুরা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষ, খুনাখুনি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা-মোঃ আঃ মজিদ শেখ, ফকিরহাট মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন— তিনি ২০১০ সালে বিবাদী মোঃ সোহেল রানা সোহাগ (৩২), পিতা-আঃ মান্নান মোড়ল, বড় খাজুরা গ্রামের বাসিন্দা, তার পিতার কাছ থেকে ২৬.৫০ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
কিন্তু সম্প্রতি বিবাদী সোহেল রানা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে তিনি রফিকুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তিতে গিয়ে নিজের নামে সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন।
রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদী তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশেপাশের মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও জানা গেছে।
রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি আইনগতভাবে জমি ক্রয় করে শান্তিতে বসবাস করছিলাম। কিন্তু এখন তারা জোর করে দখল নিতে চায়। আমি ও আমার পরিবার ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত সোহেল রানা সোহাগ এ বিষয়ে বলেন, উক্ত জমিতে ৪ জন ওয়ারেশ রয়েছে, ৩ জন ওয়ারেশ সম্পত্তির অংশ পেয়েছে, আমার অংশ পায়নি বলে সাইনবোর্ড দিয়েছি। থানা থেকে পরিদর্শন করেছে, আগামী রোববার এ বিষয়ে থানায় উভয় পক্ষের সাথে বসাবসি হবে তিনি জানান।
স্থানীয়  মসজিদ কমিটির সদস্যরা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা বলেন, “আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি, তবে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।”
উক্ত ঘটনায় মামলার আইনজীবি এ্যাডভোকেট রলি রহমান বলেন, জমিতে আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অমান্যকারী দন্ডবিধি অপরাধের শামিল বলে গণ্য হবেন।
এদিকে বড় খাজুরা এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।


এই বিভাগের আরো খবর