সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হংকংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল, একদিন বিশ্রামের পর অনুশীলনে নামবে জামালরা

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

স্পোর্টস: ঢাকায় রুদ্ধশ্বাস লড়াইয়ের পর এবার এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগের লড়াই হংকংয়ে। ৭ গোলের নাটকীয় ম্যাচে ৪-৩ ব্যবধানে হার মানলেও নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছাড়ে লাল-সবুজেরা, রাতে স্থানীয় সময় ১০টার দিকে তারা পৌঁছে যায় হংকংয়ে।
দীর্ঘ ফ্লাইটের পর বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানায় হংকংস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তাদের হাতে ফুল তুলে দিয়ে শুভকামনা জানানো হয়। দলের কাছের সূত্রে জানা গেছে, একদিন বিশ্রাম নিয়ে রোববার থেকে অনুশীলনে নামবে জামালরা।
এর আগে গত বুধবার ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে ৪-৩ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধে হামজার গোলে লিড পেলেও শেষদিকে রক্ষণভাগের দুর্বলতায় সেই লিড হারায় দল। শেষ মুহূর্তে গোল হজম করেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ম্যাচ শেষে হতাশ জামাল ভূঁইয়া বলেন, “সবার মন খারাপ। সবাই দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচেই মনোযোগ দিতে হবে।”
হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে বাংলাদেশ দলের সামনে এখন একটাই লক্ষ্য-জয়। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান তাদের। মূল পর্বে টিকে থাকতে হলে ১৪ অক্টোবরের ম্যাচে জয়ের বিকল্প নেই।
ঢাকার ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সে ছিল উত্থান-পতনের নাটক। ৩-১ গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করেছিল দলটি। শমিত সোমের গোলে ৩-৩ সমতা ফেরানোয় গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল উল্লাস, কিন্তু পরের মিনিটেই হংকংয়ের গোল হজম করে স্তব্ধ হয়ে যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই অপূর্ণ লড়াইয়ের প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় এখন লাল-সবুজরা।
হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (১৪ অক্টোবর)। ম্যাচে বাংলাদেশকে জয়ের পথে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যম জোগাচ্ছেন কোচ ও অধিনায়ক, আর দেশের সমর্থকরা তাকিয়ে আছেন সেই দিনের প্রতীক্ষায়।

 


এই বিভাগের আরো খবর