ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন দেশটির বিরোধী মারিয়া কোরিনা মাচাদো রাজনীতিক।
দীর্ঘদিন ধরে তিনি ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয়।
শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইউরো নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) এক ঘোষণায় জানায়,‘ভেনেজুয়েলায় গণতন্ত্র আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন।’ কমিটি আরও জানায়,‘তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর ঘটানোর সংগ্রামের জন্য।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সুইডিশ শিল্পপতি ও ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল-এর মৃত্যুবার্ষিকীতে।