বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাঁধের পানি ছাড়ায় মুহূর্তে ভেসে গেলেন পিকনিকে যাওয়া ৭ জন

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভারতে কর্ণাটক রাজ্যের মারকোনাহল্লি বাঁধে বেড়াতে গিয়ে গত মঙ্গলবার পানিতে ভেসে দুইজন নিহত ও চারজন নিখোঁজ হয়েছেন। ভেসে যাওয়া অপর একজনকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিরা সবাই কর্ণাটকের তুমাকুরু জেলার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তুমাকুরুর পুলিশ সুপার অশোক কে.ভি. জানিয়েছেন, প্রায় ১৫ জনের একটি দল ঐ দিন পিকনিক করতে বাঁধ এলাকায় গিয়েছিল। তাদের মধ্যে নারী ও শিশুসহ সাতজন বাঁধের পানিতে নামেন। ঠিক তখনই বাঁধের সাইফন সিস্টেম (যা পানি আটকে রাখতে সাহায্য করে) হঠাৎ করে চালু হয়ে গেলে প্রবল স্রোত তৈরি হয়। মুহূর্তেই তীব্র স্রোতের তোড়ে পানিতে থাকা সবাই ভেসে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। এসময় নওয়াজ নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আদিচুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার হওয়া নওয়াজ ছাড়া বাকিরা সবাই নারী ও কিশোরী। বাঁধের প্রকৌশলীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হঠাৎ প্রাকৃতিকভাবে পানির প্রবাহ বেড়ে যাওয়ার কারণে সাইফন সিস্টেম থেকে পানি বেরিয়ে যায়। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তের জন্য আদিনচুঞ্চনগিরি হাসপাতালে রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর